সাগর দেব, তেলিয়ামুড়া, ০৪ সেপ্টেম্বর || গাঁজা পাচারে স্বর্গরাজ্যে পরিণত হয়েছে তেলিয়ামুড়া এলাকা। ইদানিংকালে প্রচুর পরিমাণ গাঁজা পাচার পরিলক্ষিত হচ্ছে তেলিয়ামুড়া এলাকায়।
ফের অবৈধ গাঁজা পাচার কান্ডে গাঁজা সহ আটক দুইজন। সংবাদে প্রকাশ, অন্যান্য দিনের মতো শুক্রবার দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিট নাগাদ তেলিয়ামুড়ার হাওয়াইবাড়ি ইকোপার্ক সংলগ্ন এলাকায় তেলিয়ামুড়া থানার ট্রাফিক ডিএসপি বিক্রমজীৎ দাসের নেতৃত্বে ভেহিক্যাল চেকিংএ বসে। এই ভেহিকেল চেকিং চলাকালীন সময় আগরতলার দিক থেকে তেলিয়ামুড়ার দিকে আশা NL01N5416 নম্বরের একটি লরিতে সন্দেহমূলক ভাবে তল্ল্যাসী চালানো হয়। এতেই উদ্ধার হয় প্রায় ৩৫০ কেজি অবৈধ শুকনো গাঁজা। যার বাজার মূল্য আনুমানিক ১৫ থেকে ১৬ লক্ষ টাকা হবে বলে জানায় তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক। সাথে আটক করা হয় গাড়ির চালক ও সহ চালককে। জানা গেছে, গাড়িটি আগরতলা থেকে বহিঃরাজ্যের শিলং এর দিকে যাচ্ছিল। তবে কিভাবে রাজ্যের এতগুলো থানাকে কার্যত ঘুমে রেখে তেলিয়ামুড়া এলাকায় এসে ধরা পরল তা নিয়ে রাজ্যের পুলিশি ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে জনমনে।