চোরের হানায় সর্বস্ব হারিয়ে পথে বসার উপক্রম এক পরিবারের

সাগর দেব, তেলিয়ামুড়া, ০৪ সেপ্টেম্বর || আবারও ওসি বিহীন কল্যাণপুর থানার পুলিশের মুখে ঝামা ঘষে দিয়ে হত দরিদ্র পরিবারে হানা দিল চোরের দল। চোরের হানায় সর্বস্ব হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে কল্যাণপুর থানাধীন পূর্ব কল্যাণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ৪ নম্বর ওয়ার্ডের তোতাবাড়ির জনৈকা সুষেনা রানী বিশ্বাসের পরিবার।
ঘটনার বিবরণে জানা গেছে, দিন কয়েক আগে সুষেনা রানী বিশ্বাস গৃহপালিত গরু বাছুড় বিক্রি করে এবং বেশ কিছুদিনের দূধ বিক্রির মোট ১ লক্ষ ১৮ হাজার ৫ শত টাকা নিজ ঘরের স্টিলের আলমিরাতে রাখেন। শুক্রবার দুপুর আনুমানিক দেড়টার সময় নিজ ঘরে প্রবেশ করে আলমিরা কাটা দেখতে পেয়ে আলমিরা খুলে দেখেন টাকাগুলো কে বা কারা নিয়ে গেছে। সাথে থাকা কিছু স্বর্ণ ও রূপার অলংকারও নিয়ে গেছে।
সর্বস্ব হারিয়ে সুষেনা দেবী আর্তনাদ করতে থাকলে নিকটবর্তী পঞ্চায়েতের জন প্রতিনিধি সহ এলাকার মানুষ জন ছুটে আসেন উনার বাড়িতে। স্থানীয়রা হতবাক এহেন জনবহুল এলাকায় চুরির ঘটনা ঘটায়। পাশাপাশি তাদের অভিযোগ চুরির ঘটনা প্রকাশ্যে আসার পর‌ কল্যাণপুর থানার পুলিশকে খবর দিলেও দীর্ঘক্ষণ অবধি দেখা মিলেনি উর্দিধারীদের।
কল্যাণপুর থানাধীন বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটে চলছে। এতদিন গবাদি পশু চুরি কিংবা ছোটখাটো চুরির ঘটনা ঘটলেও এদিম রীতিমতো ডাকাতির মতো পূর্ব কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের তোতাবাড়িতে চুরির ঘটনায় এলাকায় ব্যাপক উৎকণ্ঠা দেখা দিয়েছে। ওসি বিহীন কল্যাণপুর থানার পুলিশ আজ অবধি কোন চুরির ঘটনায় কোন সফলতা পায়নি বলে অভিযোগ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*