গোপাল সিং, খোয়াই, ০৬ সেপ্টেম্বর || সফল অস্ত্রোপাচার হল খোয়াই জেলা হাসপাতালে। জানা যায়, একটি মহিলার পেটে সাড়ে চার কেজি ওজনের টিউমার হয়েছিল। রবিবার খোয়াইয়ে এই মহিলার পেটে সাড়ে চার কেজি ওজনের টিউমারের সফল অস্ত্রোপাচার হল খোয়াই জেলা হাসপাতালে। মহিলা বর্তমানে সুস্থ রয়েছেন। ডাঃ অমূল্য দেববর্মা ও ডাঃ বিশ্বজিৎ দেববর্মার তত্ত্বাবধানে হয় এই টিউমার অপারেশন হয় বলে জানা যায়।