বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৬ সেপ্টেম্বর || বর্তমানে যুব সমাজ মোবাইলে আসক্ত হয়ে রয়েছে। বিগত দিনে যুবকরা মাঠে ঘাটে বিভিন্ন প্রকার খেলাধূলায় অংশগ্রণ করতো। মাঠে খেলাধূলা করলে শারিরিক ও মানসিক ভাবে সুস্থ থাকা যায়। কিন্তু বর্তমানে ডিজিটাল যুগে যুবকরা মোবাইলে বিভিন্ন প্রকারের অনলাইন খেলাধূলায় ব্যস্ত থাকে। এতেকরে যুবকরা দিন দিন অলস হয়ে পরছে। তাই যুবকের পূণঃরায় খেলাধূলায় উৎসাহিত করতে গাড়ু কলোনীর এলাকাবাসীর উদ্দ্যোগে গাড়ু কলোনী নক্ আউট ফুটবল টুর্নামেন্ট ২০২১ এর আয়োজন করা হয়। সোমবার এই খেলার ফাইনেল ম্যাচ অনুষ্ঠীত হয়। এদিনের ফাইনেল ম্যাচে অনুষ্ঠীত হয় গাড়ু কলোনী বনাম মলসম পাথর দলের মধ্যে। এই খেলায় মোট ৩০টি দল অংশগ্রহণ করে। খেলায় জয়ী দলকে ২০ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হবে বলে জানা যায়। এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এই ফাইনেল ম্যাচ অনুষ্ঠীত হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিটিএডিসির এক্সিউটিভ মেম্বার সোহেল দেবর্বমা, দক্ষিন জোনালের চেয়ারম্যান দেবজিৎ ত্রিপুরা, জয়েন্ট চেয়ারম্যান হরেন্দ্র রিয়াং, সাব জোনালের চেয়ারম্যান রঞ্জীত রিয়াং সহ অন্যান্যরা। এই ফাইনেল ম্যাচকে কেন্দ্র করে গাড়ু কলোনীর এলাকাবাসীর মধ্যে ব্যপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।