গাড়ি বিক্রি করে দিয়েও মালিকানা দাবী করে বিক্রয়দাতা, থানায় মামলা দায়ের

আপডেট প্রতিনিধি, বক্সনগর, ০৭ সেপ্টেম্বর || চার লক্ষ টাকায় একটি গাড়ি বিক্রি করে দিয়েও মালিকানা দাবী করে বিক্রয়দাতা। ঘটনার বিবরণে জানা জায়, ২২শে ফেব্রুয়ারিতে রীনা আক্তার বাড়ি মানিক্যনগর তার কাছ থেকে একটি গাড়ি ক্রয় করে শাকিল ইসলাম পিতা রুক্কু মিয়া বাড়ি কমলনগর। তার বাবা পেশায় কৃষক। ওনার কাছ থেকে টাকা নিয়ে গাড়িটি কিনে। সোনামুড়া কোর্টে গিয়ে সে একটি নোটারি এফিডেবিট করে যে আজ থেকে এই প্রাইভেট গাড়িটি তথা TR07C0643 এই গাড়িটির মালিকানা শাকিল ইসলাম সে রিনা আক্তারকে ৪ লাখ টাকা নগদ দেয় এবং ১১,৫২০ টাকা করে ১০টা কিস্তি দেবে শাকিল এবং যদি পূর্বে কোন কেইস থাকে গাড়ির তাহলে রীনা আক্তার বহন করবে। এই বলে একটি নোটারী করে সোনামু্ড়া কোর্টে শাকিল গাড়ি নিয়ে যায়। তবে কিছু দিন পূর্বে শাকিলের কাছে রীনা গাড়িটি চায় এক জায়গায় যাবে বলে। গাড়িটি নিয়ে এনে আর গাড়িটি শাকিলকে দেয়নি বলে অভিযোগ। শাকিল রীনাকে গাড়িটি দেবার কথা বললে রীনা উওর দেয় গাড়ির মালিক আমি গাড়ি দেবনা। গত এক সপ্তাহ পূর্বে সোনামুড়া কোর্টের সামনে শাকিল গাড়িটি দেখে একজন ড্রাইবার এর কাছে তখন শাকিল ঐখান থেকে শাকিল নিজেই গাড়িটি জোর করে চাবি নিয়ে চালিয়ে নিয়ে আসে। রীনা তখন কলমচৌড়া থানায় তার গাড়িটি শাকিল জোর করে নিয়ে গেছে বলে মৌখিক ভাবে জানায়। এখন শাকিল তার গাড়ি পেতে সোনামুড়া থানার দারস্ত হয়। কারন শাকিল তার বৈধ টাকা দিয়ে রিনা থেকে গাড়িটি কিনেছিল। এই ঘটনায় বক্সনগর কমলনগরে ছিঃ ছিঃ রব উঠেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*