বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৭ সেপ্টেম্বর || শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্র মনু এলাকায় অন্যান্য বছরের ন্যায় এই বছরও এক অনুষ্ঠানের মধ্যদিয়ে দুইদিন ব্যাপী রাজ্যভিত্তিক সংগ্রমা পূজা ও মেলার আয়োজন করা হয়। সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই মেলার শুভ সূচনা করেন। মঙ্গলবার টিটিএএডিসি’র আধীকারিকদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার দ্বিতীয় দিনে নিষ্ঠার সহিত রিয়াং জনজাতিদের কূলদেবী সংগ্রমা সহ ১৩টি দেবদেবীর পূজা করা হয়। সমস্ত ধর্মীয় রীতিনীতি মেনে এই পূজা করা হয়। ব্রু সংগ্রমা কতৃক আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিটিএএডিসি’র চিফ এক্সিকিউটিভ মেম্বার পূর্ন চন্দ্র জমাতিয়া, এক্সিউটিভ মেম্বার ডলি রিয়াং, টিটিএএডিসির প্রানীসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী কমল কলই, জোনালের চেয়ারম্যান দেবজিৎ ত্রিপুরা, হরেন্দ্র রিয়াং, ব্রু সংগ্রমার সমাজিধিপতি অনিল রিয়াং সহ অন্যান্য অতিথী বৃন্দরা। অনুষ্ঠানে বক্তারা আগামী দিনে এডিসি এলাকার উন্নয়নে ও জনজাতীদের উন্নয়নস্বার্থে বিভিন্ন পরিকল্পনার কথা সকলের সামনে তুলে ধরেন। এদিনের অনুষ্ঠানে এডিসি’র ফান্ড থেকে মেলার উন্নয়নে কিছু অর্থরাশী প্রদান করা হয়। মেলা ও পূজার দ্বিতীয় দিনের অনুষ্ঠানে লোকজনের উপস্থিতির হার ছিলো লক্ষ্যনীয়।