আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ সেপ্টেম্বর || আবারো ডিএলএড পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে শিক্ষা দপ্তর ঘেরাও করল ছাত্রসংগঠন এবিভিপি সহ ডিএলএড এর ছাত্র ছাত্রীরা। তাদের দাবি দপ্তর যেন অতিসত্বর তাদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করে। এর আগে বিভিন্ন সময় দপ্তর ঘেরাও এবং ডেপুটেশন দেওয়া হলেও কোনো কাজ হচ্ছে না বলে জানান এবিভিপি’র এক ছাত্রনেতা। তাই বাধ্য হয়ে মঙ্গলবার আবারও শিক্ষা দপ্তর ঘেরাও করে ছাত্রছাত্রীরা।
অভিযোগ, এদিন শিক্ষা দপ্তরে ডি এল এডের ছাত্র-ছাত্রীর আন্দোলন চালিয়ে যাচ্ছিল গণতান্ত্রিক পদ্ধতিতে। কিন্তু পুলিশ প্রশাসন ছাত্র-ছাত্রীদের উপর লাঠিচার্জ করে বলেও অভিযোগ ছাত্রছাত্রীদের। পুলিশ ছাত্র-ছাত্রীদের উপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ কতে দেয়৷ এতে আহত হয়ে রাজধানীর আই জি এম হাসপাতালে চিকিৎসাধীন বেশ কিছু ছাত্রছাত্রী সহ এবিভিপি’র সদস্যরা।