হারিয়ে যাবে ইন্টারনে

webতথ্য, বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক ।। সার্চ ইঞ্জিন গুগলের প্রধান এরিখ স্কিমিট পূর্বাভাস দিয়ে বলেছেন, ইন্টারনেট শেষ পর্যন্ত ‘হারিয়ে’ যাবে। সুইজারল্যান্ডের ডেভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে এ পূর্বাভাস দেন তিনি।
তিনি বলেন, ইন্টারনেট শিগগিরই মানুষের জীবনের প্রতিটি অংশের সঙ্গে একেবারে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে যাবে। আর এটি কার্যকরভাবে মানুষের দৃষ্টির আড়ালে ‘হারিয়ে’ যাবে এবং অগোচরে চলে যাবে।
তিনি বলেন, নানা সেন্সর বা স্পর্শক এবং যন্ত্রপাতি এসে যাবে এবং ইন্টারনেট ব্যবহার করছি তা আর উপলব্ধি করার কোনো উপায়ই থাকবে না। নতুন একটি বেশ মজার বিশ্বের অভ্যুদয় ঘটেছে, প্রত্যেকের প্রয়োজনকে সামনে রেখে ইন্টারনেটকে উচ্চমাত্রায় ব্যক্তিগতকরণ করা হবে এবং তা অতিমাত্রায় ইন্টারঅ্যাকটিভ হয়ে উঠবে।
ইন্টারনেট একজন মানুষকে সব সময়ই জড়িয়ে রাখবে এ কথা উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি এমন হবে যে, আপনি একটি ঘরে ঢুকলেন এবং ঘরের প্রতিটি জিনিসের সঙ্গে তথ্য আদান-প্রদান শুরু করে দিলেন। -রেডিও তেহরান

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*