আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ সেপ্টেম্বর || ধনপুর ও উদয়পুরে বিজেপি বনাম সিপিআই(এম) রক্তখয়ি রাজনৈতিক সংঘর্ষে বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছে। জানা যায়, রাস্তায় ফেলে পেটানো হয়েছে বিজেপি কর্মীদের। এরোই প্রতিবাদ জানিয়ে বুধবার আগরতলা কৃষ্ণনগরস্থিত বিজেপি প্রদেশ কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করেন বিজেপি কর্মীরা। এদিনের মিছিল আগরতলা শহরের ববিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপি নেতা রাজীব ভট্টাচার্য।