বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গৃহবধুর কাছ থেকে ৬০ হাজার টাকা, মোবাইল ও কানের দুল নিয়ে পালালো প্রেমিক

আপডেট প্রতিনিধি, বক্সনগর, ১০ সেপ্টেম্বর || সোনামুড়া মহকুমার বক্সনগর গ্রাম পঞ্চায়েতের ৫নং ওয়ার্ডের বাসিন্দা আবুল কাশেমের মেয়ে রোশনা বেগম (২৬)। জানা যায়, উদয়পুর খিলপাড়ার বাসিন্দা আলকাস মিয়ার ছেলে আবু তাহের সাথে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়েন। প্রেমিক আবু তাহের তার প্রেমিকা রোশনা বেগমকে চেন্নাই নিয়ে বিয়ে করবেন এই প্রতিশ্রুতি দিয়ে রোশনা বেগমকে গত ৭ই সেপ্টেম্বর আগরতলা থেকে ট্রেনে করে কলকাতা যাবার পথে ট্রেনে প্রেমিক-প্রেমিকার বিয়ে নিয়ে কথা কাটাকাটি হয়। তাদের এই কথা কাটাকাটি অপর বগিতে থাকা সোনামুড়ার দুই ছাত্রের নজরে বিষয়টি আসে। দুজনে এগিয়ে গিয়ে এই প্রেমিক-প্রেমিকাকে শান্ত করার চেষ্টা করে। প্রেমিকা রোশনা বেগমের অভিযোগ প্রেমিক আবু তাহের তাকে চেন্নাই নিয়ে বিয়ে করবে কিন্তু প্রেমিক আবু তাহের ট্রেনে প্রেমিকাকে বলে সে চেন্নাই যাওয়ার পর ৬ মাস কাজ করার পর তাকে নাকি বিয়ে করবে। কিন্তু এতে রাজি হয়নি প্রেমিকা রোশনা বেগম। এ নিয়ে দুজনের মধ্যে ট্রেনে তুমুল ঝগড়া শুরু হয়। শেষ পর্যন্ত প্রেমিক আবু তাহের তার প্রেমিকা ট্রেনে ঘুমানোর সময় রোশনা বেগম এর ব্যাগ থেকে ৬০ হাজার টাকা তার মোবাইল ও কানের দুল নিয়ে প্রেমিকা পালিয়ে যায়। শেষ পর্যন্ত ট্রেনে থাকা সোনামুড়ার দুই যুবক ওই মেয়েটিকে এবং তার সাথে থাকা একটি কন্যা সন্তানকে কলকাতার সোনামুড়া নাগরিক সুরক্ষার মজলিসের এক সদস্যের কাছে নিয়ে আসেন। কলকাতা থেকে নাগরিক সুরক্ষা মজলিসের সদস্য সোনামুড়া নাগরিক সুরক্ষা মজলিসের সভাপতি ইমাম হোসেনের সাথে যোগাযোগ করেন এবং নাগরিক সুরক্ষা মজলিসের সদস্যরা দায়িত্ব নিয়ে মেয়েটিকে এবং তার কন্যা সন্তানকে কিভাবে বাড়ি আনা যায় সে ব্যবস্থা গ্রহণ করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*