আন্তর্জাতিক ডেস্ক ।। দুই জাপানি জিম্মিকে হত্যা করার প্রস্তুতি নিতে ‘কাউন্টডাউন’ শুরু করেছে ইসলামিক স্টেট (আইএস)। শুক্রবার সন্ধ্যায় আইএস অনলাইনে এক বার্তার মাধ্যমে এ খবর প্রকাশ করেছে।
দেশটির জাতীয় সম্প্রচার সংস্থা এনএইচকে জানায়, শুক্রবার তারা আইএসের কাছ থেকে জিম্মিকে হত্যার প্রস্তুতির একটি বার্তা পায়।
এর আগে, গত সপ্তাহে সিরিয়ায় জাপানের সাংবাদিক কেনজি গোটো ( ৪৮) ও রোমাঞ্চ অভিযাত্রী হারুনা যোকোওয়াকে (৪২) জিম্মি করে আইএস।
পরে জাপানের প্রধানমন্ত্রী সিনজে অ্যাবের কাছে ২০ কোটি মার্কিন ডলার মুক্তিপণ চেয়ে ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিল আইএস। শুক্রবার এ সময়সীমা শেষ হয়। কিন্তু এ সময়সীমার মধ্যে জাপানের পক্ষ থেকে কোন সাড়া না পাওয়ায় আইএস এই হুমকি বার্তা দেয়।
জাপান সরকারের অন্যতম মুখপাত্র যোশিদি সুগা জানান, শুক্রবারে বার্তাটি আমরা বিশ্লেষণ করে দেখছি। জিম্মিদের উদ্ধারে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা এখন জিম্মিকারীদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারিনি।