আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্টেম্বর || আসন্ন শারদীয়া উৎসবকে সামনে রেখে ক্লাবে ক্লাবে প্রস্তুতি প্রায় তুঙ্গে। প্রায় প্রতিদিনই রাজ্যের কোনো না কোনো ক্লাবে চলছে খুটি পূজো। মঙ্গলবার রাজধানীর সেন্ট্রাল রোড যুব সংস্থার উদ্যোগে শিব বাড়িতে খুঁটি পূজো করা হয়। জানা যায়, সেন্ট্রাল রোড যুব সংস্থায় এবছর দুর্গা প্রতীমা কলকাতার কারিগররা তৈরি করবেন। তাছাড়া লাইটিং এ আগরতলার কারিগরা থাকবেন বলে জানা যায়।