আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্টেম্বর || ১৪ই সেপ্টেম্বর (মঙ্গলবার) থেকে শুরু হয় টি আর বি টি অন্তর্গত সিলেকশন টেস্ট ফর গ্রেজুয়েট টিচার পরীক্ষা। এদিন দুপুর ১২টা থেকে শুরু হয় পরীক্ষা। পরীক্ষার্থীর সংখ্যা প্রায় তিন হাজারেরও উপরে রয়েছে বলে জানা যায়।
প্রায় প্রত্যেকটি স্কুলের সেন্টারে চলে এই পরীক্ষা।
তবে এদিন রাজধানীর বোধজং উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এক মহিলাকে পরিক্ষা হলে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। কারন সেই মহিলা স্কুলে আসতে ২ মিনিট বিলম্ব করে ফেলে। আনেক বার আকুতিমিনুতি করার পরও উনাকে ঢুকতে দেয়নি কতৃপক্ষরা বলে জানান তিনি। তিনি জানান, ১১টা ৩০ মিনিটের মধ্যে স্কুলে ঢোকার কথা থাকলেও ২ মিনিট বিলম্ব হয়ে যায় উনার। তাই কতৃপক্ষ উনাকে পরীক্ষা হলে প্রবেশ করতে অনুমতি দেয় নি। ফলে পরিক্ষা না দিতে পারায় স্কুলের গেইটের সামনে কান্নায় ভেঙ্গে পরেন এই মহিলা।