আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্টেম্বর || নবনির্মিত বিধায়কদের কোয়ার্টারগুলো পরিদর্শনে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আগামী অক্টোবর মাসে উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে আইএলএস হাসপাতালের সামনে তৈরী হওয়া বিধায়কদের এই কোয়ার্টারগুলোর। মোট ২৯ কোটি টাকা ব্যয়ে রাজ্য সরকারের পি ডাব্লিউ ডি দপ্তর বিল্ডিং নির্মাণ করছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আধুনিক সুবিধা যুক্ত এই বিধায়ক কোয়ার্টারগুলো নির্মাণ করা হয়েছে বলে জানা গেছে।