আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর || বাঙ্গালীদের বারো মাসে তেরো পার্বণ, এটা চিরাচরিত কথা। এরমধ্যে বাবা বিশ্বকর্মার পুজো আমরা সবাই করে থাকি। আগামী শুক্রবার পূজিত হবে বাবা বিশ্বকর্মা। এর আগে মৃৎশিল্পীরা তাদের মূর্তি তৈরিতে ব্যস্ত। বিভিন্ন জায়গায় যেমন আমতলী, চন্দ্রনগর, পাশাপাশি বিলোনীয়া শহরেও বেশ কয়েকজন মৃৎ শিল্পী রয়েছেন যারা প্রতিনিয়ত বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরি করেন। আর হাতেগোনা মাত্র একদিন বাদেই বিশ্বকর্মা পূজো। সেই উপলক্ষে মূর্তি তৈরিতে খুবই ব্যস্ত শিল্পীরা। কিন্তু তাদের সাথে কথা বলে জানা যায়, গত বছরের তুলনায় এবছর মূর্তির চাহিদা তুলনামূলকভাবে অনেকটাই কম। মূর্তি তৈরির জন্য বিভিন্ন উপকরণের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সে জায়গায় দাঁড়িয়ে তারা এখন বর্তমানে চাইছেন সরকারি সাহায্য।