বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৬ সেপ্টেম্বর || শান্তির বাজার মহকুমার খাসটিলা এলাকায় এক বাড়ীতে চুরি সংগঠীত করে অগ্নি সংযোগ করলো দুস্কৃতিকারিরা। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার বেলা আনুমানিক ১১ ঘটিকায় শান্তির বাজার মহকুমার খাস টিলা এলাকায় শাহ আলম মিয়া নামে এক ব্যক্তির বাড়ীতে চুরি সংগঠীত করলো চোরের দল। চুরি করে বাড়ীঘরে অগ্নি সংযোগ করে পালিয়ে যায় বলে অভিযোগ। জানা যায়, দিনের বেলার শাহ আলম মিয়া রেগার কাজের জন্য বাড়ীর বাইরে ছিলো। অপরদিকে বাড়ীর লোকজনের অনুপস্থিতির কথা জানতে পেরে দুস্কৃতিকারীরা শাহ আলম মিয়ার বাসভবেন চুরি সংগঠীত করে অগ্নি সংযোগ করে বলো অভিযোগ। এই চুরিকান্ডে দুস্কৃতিকারীরা বাড়ীতে থাকা স্বর্নলঙ্কার, নগদ ৫২ হাজার টাকা ও মোবাইল চুরি করে বলে অভিযোগ। ঘটনার পরবর্তী সময় অগ্নিকান্ডের খবর পেয়ে এলাকাবাসীর উপস্থিতিতে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। এই ঘটনাসম্পর্কে শাহ আলম মিয়ার পরিবারের পক্ষ থেকে শান্তির বাজার থানায় অভিযোগ জানানো হয়।