দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২৪ জানুয়ারী ।। ৬৬ তম প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হয়ে এবার ভারতে আসছেন মার্কিন রাষ্ট্রপতি ওবামা। ইতিমধ্যেই CPI(M) ওবামার সফরের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচীতে সামিল হয়েছে। CPI(M) তীব্র অভিযোগ করেছে ভারতবর্ষ কে সাম্রাজ্যবাদের ক্রীড়নকে পরিনত করার প্রয়াস চলছে। দেশজুড়ে মার্কিন রাষ্ট্রপতি ওবামার সফরের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচীর অঙ্গ হিসেবে শনিবার বামফ্রন্ট কমিটির আহ্বানে প্রতিবাদ মিছিল শহর পরিক্রমার শেষে জমায়েত হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে। উপস্থিত ছিলেন পশ্চিম জেলা সম্পাদক পবিত্র কর, CPI(M) -র রাজ্য সম্পাদক গৌতম দাস, রাজ্য সভাপতি ব্রজ গোপাল রায়, CPI-র রাজ্য সম্পাদক প্রসান্ত কপালি, RSP-র রাজ্য সম্পাদক সুদর্শন ভট্রাচার্যী সহ অন্যান্যরা। বক্তারা ৬৬ তম প্রজাতন্ত্র দিবসে মার্কিন রাষ্ট্রপতি ওবামার আগমনের বিরুদ্ধে তীব্র ধিক্কার জানান।