অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত এক গৃহবধূ

গোপাল সিং, খোয়াই, ২০ সেপ্টেম্বর || অগ্নিদগ্ধ হয়ে গুরুতর ভাবে আহত হয় এক গৃহবধূ। ঘটনা কলমচওড়া থানাধীন বেলুয়ারচর এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার সন্ধ্যা নাগাদ ভেলুয়ারচর এলাকার যুবক জয়ন্ত নস্কর উনার স্ত্রী জবা লস্কর (১৯) ঠাকুর ঘরে পূজা দিতে গিয়ে মোমবাতি থেকে অগ্নিদগ্ধ হয়ে আহত হয় অভিযোগ পরিবারের সদস্যদের। পরবর্তী সময় উনার চিৎকার চেঁচামেচি শুনে তড়িঘড়ি বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসলে গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক দেখে জিবি হাসপাতালে রেফার করে। পরবর্তী সময়ে সংবাদকর্মীরা গৃহবধূর জবানবন্দি নিতে গেলে সংবাদকর্মীকে বাধা সৃষ্টি করে পরিবারের লোকজন। অন্যদিকে হাসপাতালে আসা অন্য রোগীরা বলাবলি শুরু করছে যদি মোমবাতি থেকে আগুন লেগে থাকে তাহলে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলতে নারাজ কেন। এখন পুলিশের তদন্তক্রমে বেরিয়ে আসবে আসল রহস্য।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*