আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর || ২০১৭ সালের ২০শে সেপ্টেম্বর জিরানীয়ার মান্দাইয়ে খবর সংগ্রহ করতে গিয়ে একদল দুষ্কৃতির হাতে নৃশংসভাবে খুন হয়েছিলেন রাজ্যের তরুণ সাংবাদিক শান্তনু ভৌমিক। সোমবার শহীদ সাংবাদিক শান্তনু ভৌমিকের চতুর্থ মৃত্যুবার্ষীকি পালন করে রাজ্যের সাংবাদিকরা। সোমবার সন্ধ্যায় রাজধানীর আগরতলা প্রেস ক্লাব প্রাঙ্গণে ভাবগম্ভীর পরিবেশে প্রয়াত সাংবাদিক শান্তনু ভৌমিকের মৃত্যুবার্ষীকি পালন করা হয়। এদিন পুস্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধায় স্মরণ করা হয় শান্তনুকে। উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি সুবল কুমার দে, সম্পাদক প্রণব সরকার সহ সংবাদিকরা।
আগরতলার পাশাপাশি এদিন বিশালগড় প্রেসক্লাব এবং কল্যাণপুর প্রেসক্লাবেও শান্তনু ভৌমিকের চতুর্থ মৃত্যুবার্ষীকি পালন করা হয়।
এদিন বিশালগড় প্রেসক্লাবে উপস্থিত প্রেস ক্লাবের সভাপতি ভবতোষ ঘোষ, সহ-সভাপতি সমীর ভৌমিক, সহ সম্পাদক খোকন ঘোষ সহ সকল সাংবাদিক প্রয়াত সাংবাদিক শান্তনু ভৌমিকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। তাঁর আত্মার চিরশান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করেন। সেই সঙ্গে শান্তনু ভৌমিকের খুনীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানান বিশালগড় প্রেস ক্লাবের কতৃপক্ষ।