আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর || রাজ্যের বুকে আসতে চলেছে স্বল্প দৈর্ঘ্যের বাংলা চলচ্চিত্র ‘পূজোর জামা’। যা রাজ্যের শিল্পীদের নিয়ে ত্রিপুরার বিভিন্ন লোকেশনে শুটিং করা হয়েছে। ‘পূজোর জামা’ – স্বল্প দৈর্ঘ্যের বাংলা চলচ্চিত্রের পরিচালক সমর্পণ ভট্টাচার্য জানান, পূজোর আগেই ওটিটি প্লেটফর্মে শুভমুক্তি পেতে চলেছে এই চলচিত্রটি। যা দর্শকের মন কাড়বে। পরিচালক সমর্পণ ভট্টাচার্য জানান, ‘আমার ত্রিপুরা’ ফেসবুক পেজের সহযোগিতায় ‘The Heartist’ এর প্রযোজিত স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র ‘পূজোর জামা’র প্রধান চরিত্রে রয়েছে ধর্মনগরের প্রতিভাবান ক্ষুদে শিল্পী রিধিক শীল। তাছাড়াও অন্যতম প্রধান চরিত্রে রয়েছেন রাজ্যের লোকপ্রিয় অভিনেত্রী পায়েল দাস, খোয়াই শহরের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সৌর প্রতিম শর্মা, রয়েছেন ওংকার ভৌমিক, চয়নিকা তলাপাত্র, শুভাশীষ ভট্টাচার্য, সঙ্গীতা ভৌমিক ও গুনগুন বিশ্বাস প্রমুখ। পাশাপাশি রয়েছে ক্ষুদে শিল্পী সায়ন্তিকা দেব, আদ্রিতা সেন, শ্রেয়ান রায় ও তৃশান দে। চলচিত্রটির প্রযোজক হলেন রাহুল আচার্য। ক্যামেরায় রয়েছেন গনক দেববর্মা ও সঞ্জয় দেবনাথ।