আপডেট প্রতিনিধি, বক্সনগর, ২১ সেপ্টেম্বর || বক্সনগর আর ডি ব্লকের অন্তরগত উত্তর কলমচৌড়া গ্রাম পঞ্চায়েতের উপ স্বাস্থ্য কেন্দ্রে এক মেগা ডেন্টাল এবং ওরাল স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকালে ১৪ জন দান্ত চিকিৎসক বাবুর সার্বিক ব্যবস্থাপনায় বিনামূল্যে দাঁতের সমস্যা জনিত চিকিৎসা শুরু করেন। দাঁত পরিস্কার, দাঁত ফিলিং করানো, দাঁত স্কিনিং এবং দাঁত ওঠানোর চিকিৎসা ও রোগীদের করানো হয়। চিকিৎসার সঙ্গে সঙ্গে বিনামূল্যে ঔষধের ব্যবস্থাও রয়েছে। সর্বমোট ১০৩ জন রোগীর দাঁতের সমস্যা জনিত চিকিৎসা করিয়েছিলেন। উত্তর কলমচৌড়া এলাকাবাসীর পক্ষ হইতে এরকম মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করাতে খুবই খুশী। ডাঃ লোকরাজ বণিক এবং ডাঃ শুভ্রজিত রায় সঙ্গে আরো ১২ জন ডাক্তার ও উপস্বাস্থ্য কেন্দ্রের এম পি ডব্লিও বিকাশ দাস সমস্থ ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন।