আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর || রাজধানীরবুকে ফের চুরিকান্ড। ঘটনা রাজধানীর বনকুমারী বাজারে। জানা যায়, বনকুমারী বাজারের এক কাপড়ের দোকানে চুরিকান্ড সংগঠিত করে চোরের দল। কাপড় দোকানের মালিক সাগর মল্লিক জানান, বাজারে নাইট গার্ড থাকা সত্ত্বেও উনার দোকান থেকে প্রায় ৭-৮ লক্ষ টাকার জিনিসপত্র নিয়ে যায় চুরের দল। এই ঘটনা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে ঘটনার তদন্তে নামে।