নিউজিল্যান্ডের সিরিজ জয়

nzস্পোর্টস ডেস্ক ।। শ্রীলংকার বিরুদ্ধে ৭ ম্যাচের সিরিজে একটি ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল স্বাগতিক নিউজিল্যান্ড। লংকানরা ৪-১ ম্যাচে হেরে যায় সিরিজ। বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে গত বিশ্বকাপের রানার্স আপ শ্রীলংকার এমন পারফরম্যান্স নিঃসন্দেহে বিগড়ে দিবে।
ম্যাথিউস বাহিনীর এমন বাজে পারফরম্যান্সের ধারাবাহিকতা চলছিল দীর্ঘদিন ধরে। টেস্ট সিরিজ হারের পর ওয়ানডে সিরিজ হার; এ যেন হারের বৃত্ত থেকে বেরই হতে পারছেনা তারা।
রবিবার ডুনেডিনের ইউনিভার্সিটি মাঠে টস জিতে ব্যাটিংয়ে নেমে কেন উইলিয়ামসনের ৯৭, রস টেলরের ৯৬ এবং কোরি অ্যান্ডারসের ৪০ রানের উপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট হারিয়ে ৩১৫ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।
এর জবাবে ব্যাটিংয়ে নেমে কুমার সাঙ্গাকারার ৮১ রান ছাড়া আর কেউ সেভাবে কিউই পেসের সামনে দাঁড়াতে না পারায় ৪০.৩ ওভারে ১৯৫ রানেই অলআউট হয়ে যায় শ্রীলংকা। ফলস্বরুপ, ১২০ রানের বড় ব্যবধানে হারে দলটি। ম্যাচটিতে কোরি অ্যান্ডারসন নেন চার উইকেট।
ব্যাটে-বলে আলো ছড়িয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন কোরি অ্যান্ডারসন। প্রথম ম্যাচে ব্ল্যাক ক্যাপসরা ৩ উইকেটের জয়ের পর দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটের শ্রীলংকার জয়টি ছিল পুরো সিরিজে তাদের একমাত্র জয়।
সিরিজের তৃতীয় ম্যাচটি বৃষ্টিতে পন্ড হওয়ার পরের ৩টি ম্যাচই জিতে কিউইরা। সিরিজের সপ্তম ও শেষ ম্যাচটি আগামী বৃহস্পতিবার ওয়েলিংটনে অনুষ্ঠিত হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*