যেখানে থাকেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিরা

usaআন্তর্জাতিক ডেস্ক ।। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের অধিকাংশ থাকেন যুক্তরাষ্ট্রে। এশিয়ার মধ্যে এই সংখ্যা জাপানে সবচেয়ে বেশি।
ক্রেডিট সুইস ব্যাংকের এক গবেষণা বলছে, বিশ্বে এ মুহূর্তে ৪৭ মিলিয়ন বা চার কোটি সত্তর লাখ মানুষ রয়েছেন যাদের প্রত্যেকের সম্পদের পরিমাণ কমপক্ষে ৭৮৯,০০০ মার্কিন ডলার। সবচেয়ে ধনী ব্যক্তি ৪৭ মিলিয়নের মধ্যে ১৮ মিলিয়নই থাকেন যুক্তরাষ্ট্রে।

ইউরোপের মধ্যে অতি ধনীর সংখ্যা সবচেয়ে বেশি ফ্রান্সে, যার সংখ্যা পঁয়ত্রিশ লাখ। ব্রিটেনে এ সংখ্যা ২৯ লাখ। মজার বিষয়, জার্মানির অর্থনীতি ইউরোপের মধ্যে সবচেয়ে সবল হওয়ার পর অতি ধনীর সংখ্যা এখানে ফ্রান্স বা ব্রিটেনের তুলনায় কম।
বিশ্বের অতি ধনী ৪৭ মিলিয়নের মধ্যে জার্মানের সংখ্যা ২.৮ মিলিয়ন বা ২৮ লাখ। এর কারণ যুক্তরাষ্ট্র, ব্রিটেন বা ফ্রান্সের তুলনায় জার্মানির ধনীদের স্থাবর সম্পত্তি কম, তাদের বাড়ির মালিকানা অপেক্ষাকৃত কম।

বিশ্বের অতি ধনীদের সংখ্যা যুক্তরাষ্ট্রের পর জাপানে, যার সংখ্যা ৪০ লাখ। এশিয়ার আরেকটি দেশে উল্লেখযোগ্য সংখ্যায় ধনী লোক রয়েছে, কম্যুনিস্ট চীনে। সেদেশে এ সংখ্যা ১৬ লাখ। তবে জনসংখ্যার তুলনায় সবচেয়ে সুইজারল্যান্ডে ধনীর সংখ্যা সবেচেয়ে বেশি। প্রতি দশজন সুইস নাগরিকের একজন ৭৯৮,০০০ ডলারের বেশি সম্পদের মালিক।
তাদের জীবনযাত্রার ব্যয়ের হিসাব বিবেচনায় নিলে ৭৯৮,০০০ ডলারের মালিক হলেও অনেকেই হয়তো নিজেকে অতি ধনী মানতে রাজি হবেন না। কেউ যদি লন্ডন শহরের কেন্দ্রে থাকেন তাহলে এ টাকা দিয়ে এক বেডরুমের একটি ফ্লাটও হয়তো কিনতে পারবে না। তথ্যসূত্র :বিবিসি

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*