নয়াদিল্লি, ২৫ জানুয়ারী ।। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
রবিবার সকাল সাড়ে ৯টা ৩০মিনিটের দিকে ভারতের রাজধানী নয়াদিল্লির পালামের এয়ারফোর্স স্টেশনে এসে পৌঁছায় বারাক ওবামাকে বহনকারী এয়ারফোর্স ওয়ান।
আর এই প্রথম কোনো দেশের রাষ্ট্র প্রধানকে সামরিক অভিবাদনের নেতৃত্ব দিলেন কোনো মহিলা সেনা অফিসার৷ রাইসিনা হিলসে মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামাকে ২১ গান তোপে সম্মান জানানো হল ভারতের পক্ষ থেকে।
আর এর নেতৃত্ব দিলেন উইং কম্যান্ডার পুজা ঠাকুর৷
উল্লেখ্য, ৬৬ তম সাধারণতন্ত্র দিবসের থিম “নারী শক্তি”৷ আগে ভারতীয় সেনাবাহিনীতে নারীদের নিযুক্তির ব্যাপারে কিছু নিয়ন্ত্রণ ছিল৷ চিকিৎসা ও অফিস ওয়ার্কের বাইরে সচরাচর মহিলাদের নেওয়া হত না৷ কিন্তু এখন সেইখানে আর ভারতীয় সেনাবাহিনীও দাঁড়িয়ে নেই৷
পুরুষের কাঁধে কাঁধে মিলিয়ে মেয়েরাও সামরিক কর্তব্য পালন করছেন৷ ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজেও এবার স্থলবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর হয়ে মহিলারাই নেতৃত্ব দেবেন৷