নয়াদিল্লি, ২৫ জানুয়ারী ।। ভারত সফরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আয়োজন করা হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তার। কিন্তু এ নিরাপত্তাকে থোড়াই কেয়ার করে নিরাপত্তার জাল ছিঁড়ে ভেতরে ঢুকে পড়ল একটি কুকুর। এসময় রাষ্ট্রপতি ভবনের প্রাঙ্গনে ওবামাকে গার্ড অফ অনার দেয়া হচ্ছে।
এই প্রথম ভারতে কোনো রাষ্ট্রপ্রধানের গার্ড অফ অনারের নেতৃত্ব দিলেন মহিলা এক অফিসার। তিনি ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার। নাম, পূজা ঠাকুর।
এবারের ভারতের প্রজাতন্ত্র দিবসের থিম হচ্ছে, নারীশক্তি। এ থিমেই প্রতিফলন ঘটল মার্কিন প্রেসিডেন্টকে গার্ড অফ অনারের নেতৃত্ব দেয়ার জন্য এক মহিলা বায়ুসেনা অফিসারকে বেছে নেয়ার সিদ্ধান্তে।
বিশ্বের ক্ষমতাধর ব্যক্তির গার্ড অফ অনারে ঢুকে পড়ে কুকুরটি বেদিশ হয়ে যায়। এর পরই প্রাণীটি চারদিকে ছোটাছুটি শুরু করে। কিন্তু নিরাপত্তাকর্মীরা শেষ পর্যন্ত তাকে ধরে ফেলে।