ওবামার ভারত সফরে বাংলাদেশের প্রত্যাশা

modi-obamaঢাকা, ২৫ জানুয়ারী ।। রোববার সস্ত্রীক ভারত এসে পৌঁছলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সকাল ৯টা ৫০ মিনিটে স্ত্রী মিশেল ওবামাকে সঙ্গে নিয়ে বিমান থেকে নেমে আসেন। সৌজন্য বিনিময় করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। ওবামার সফরকে ঘিরে বাংলাদেশের দৃষ্টিও এখন নয়া দিল্লির দিকে। ভারত কী পাচ্ছে ওয়াশিংটন থেকে বা ওয়াশিংটন দিল্লি থেকে কী নিয়ে যাচ্ছে এমন চুলচেরা বিশ্লেষণের মধ্যে বাড়ছে বাংলাদেশের প্রত্যাশাও। মোদি-ওবামার বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনার সম্ভাবনা থাকায় ওবামা চলে গেলে নয়া দিল্লি ঢাকার প্রতি কী মনোভাব দেখায় সেটিও ভাবার বিষয়।

modiমার্কিন প্রেসিডেন্ট ওবামা এর আগে ২০১০ সালে ভারত সফর করেছিলেন। আর এ সফরের মধ্য দিয়ে তিনি হতে যাচ্ছেন প্রথম মার্কিন প্রেসিডেন্ট, যিনি প্রেসিডেন্ট থাকাকালীন দু’বার ভারত সফর করবেন। ফলে ভারতের জন্য এ ধরনের ঘটনা ঐতিহাসিক হতে চলায় সর্বত্র খুশির বন্যা বয়ে গেলেও প্রতিবেশী দেশ বাংলাদেশে চলছে অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা এবং সহিংসতা। অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির কর্মসূচিকে ঘিরে দেশের কোথাও না কোথাও সহিংসতা চলমান রয়েছে।

সূত্রমতে, দেশের মানুষ বর্তমান পরিস্থিতি নিয়ে নানামুখী দুশ্চিন্তায় থাকলেও বিশ্লেষক এবং বিশেষজ্ঞরা চোখ রাখছেন নয়া দিল্লির দিকে। তারা বলছেন, দ্বিতীয়বার ক্ষমতায় আসীন হওয়া মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দ্বিতীয়বার দিল্লি সফর করছেন যা এশিয়ার রাজনীতির জন্য নতুন বার্তা আনতে যাচ্ছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*