বন্ধুর সঙ্গে গল্পে গল্পে মোদির শৈশব

modi with obamaনয়াদিল্লি, ২৫ জানুয়ারী ।। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছোটবেলায় তার বাবার সঙ্গে রেলস্টেশনে চা বিক্রি করতেন। চা তৈরির শিল্পকলা তাই মোদির রক্তে। আজ তিনি বৃহৎ একটি রাষ্ট্রের প্রধানমন্ত্রী। আর এ মুহূর্তে তার অতিথি হয়েছেন আরেক ক্ষমতাধর ব্যক্তি বারাক ওবামা।

অতিথিকে মোদি নিজ হাতে চা বানিয়ে খাওয়ালেন। ছোটবেলার শিল্পটা তিনি ঝালিয়ে নিলেন বন্ধু ওবামাকে চা খাইয়ে। হায়দরাবাদ হাউজে দুপুরের খাবার শেষ করার পর বাগানে বিশ্রাম নিচ্ছিলেন মোদি ও ওবামা। এ সময় দু’দেশের রাষ্ট্রপ্রধান খোশগল্পে মেতে ওঠেন।

মোদি এসময় চা বানিয়ে ওবামাকে দেন। নিজেও তুলে নেন চায়ের কাপ। এরপর কাপে চুমুক দিতে দিতে দু’বন্ধু মেতে ওঠেন খোশগল্পে। ওবামা আজ স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটে ভারতে পৌঁছান। এ সময় মোদি তাকে অভ্যর্থনা জানান।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*