দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২৫ জানুয়ারী ।। বাগদেবীর বন্দনার দিনে কঁচিকাঁচাদের মধ্যেই দেখা যায় আনন্দ উচ্ছাস, স্কুলের পথে দল বেঁধে ঝলমলে পোশাকে ছোটোদের পাশাপাশি বড়দের মধ্যেও নানা প্রসাধন আর বাহারী পোশাক পরিহিতদের দেখাযায় রাজপথে।
যেখানেই বানীবন্দনার আয়োজন সেখানেই কায়মনোবাক্যে প্রার্থনার পুস্পাঞ্জলীতে পূজিতা বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী। নির্ঘণ্ট অনুযায়ী এবার শনি, রবি দু’দিনেই পূজোর বিধানে যে যার সুবিধে অনুযায়ী পূজো করেছেন। অম্রপল্লব, অম্রমূকুল, খাগের দোয়াত থেকে নৈবদ্যের উপাচারে সর্বত্রই বাগদেবীর আরাধনায় দেখা গেছে উচ্ছাস, আনন্দ। বাগদেবীর বন্দনায় সকলেই বিদ্যাবুদ্ধির আশীর্বাদ প্রাপ্তির ঐকান্তিক নিবেদন জানিয়েছেন দেবীর শীচরনকমলে। স্কুল, কলেজে যারা উপরের ক্লাসে অধ্যায়নরত তারা নিজেরাই বানীবন্দনার দিনটিকে অন্যরকম ভাবে অতিবাহিত করার রেওয়াজ চালু করে নিয়েছেন।