দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২৫ জানুয়ারী ।। বাঙালির সরস্বতী পুজো কি শুধুই বাগ্ দেবীর আরাধনা? বসন্ত পঞ্চমীর সকাল মানেই তো প্রথম ভালবাসার কথা মুখ ফুটে বলার দিন। এবছর আবার দু দিন সরস্বতী পুজো। ফলে শনি রবি দু দিনই চুটিয়ে প্রেম করছে বাঙালি।
শ্রী পঞ্চমীর দিনে শহরের পার্ক থেকে রেস্তোরায় যে যার কাছের মানুষকে সঙ্গে নিয়ে জীবনের রঙ্গীন স্বপ্নের গালগল্পে মেতে উঠে, হৃদয়ের না বলা কথা কইতে কইতে পেরিয়ে যায় বানীবন্দনার দিন।
সরস্বতী পুজো মানে কৈশোরে আরেকটু রঙিন হওয়ার দিন। মুখ ফুটে ভালবাসার কথা বলার দিন। দু দিন ধরে পুজো, ফলে জোরা ভ্যালেন্টাইন্স ডে পেয়ে খুশি, প্রথম শাড়ি পড়া কিশোরীটি থেকে – সদ্য কলেজে ওঠা ছাত্র সকলে। একদিকে বন্দনা অন্যদিকে ভালোবাসা অনেকের কাছেই শ্রী পঞ্চমী হয়ে উঠে অসময়ের ভ্যালেন্টাইন ডে।