আন্তর্জাতিক ডেস্ক ।। মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূল তীব্র এক তুষার ঝড়ের কবলে পড়তে যাচ্ছে বলে সতর্ক করছে সে দেশের আবহাওয়া বিভাগ। সোমবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
এই ঝড়ের সময় পুরো এলাকা প্রায় ৯০ সেন্টিমিটার (তিন ফুট) তুষারের নিচে চাপা পড়তে পারে বলে তারা বলছে। নিউইয়র্ক শহরের মেয়র বলছেন, এর আগে এত শক্তিধর ঝড় আর শহরটিকে আঘাত করেনি। তিনি গুরুতর পরিস্থিতির জন্য সবাইকে তৈরি থাকতে বলেছেন।
সোমবার বিকেল থেকে মঙ্গলবার পর্যন্ত নিউইয়র্ক এবং বোস্টন শহরের জন্য তুষার ঝড়ের সঙ্কেত দেয়া হচ্ছে। ফিলাডেলফিয়া এবং মেইন অঙ্গরাজ্যেও প্রবল তুষারপাত হবে বলে মনে করা হচ্ছে। এই অঞ্চলের বেশ কয়েকটি বিমানবন্দরে ইতোমধ্যে ফ্লাইট বাতিল শুরু হয়েছে।