আইপিএল স্পট ফিক্সিং নিয়ে মুখ খুললেন ধোনি

dniস্পোর্টস ডেস্ক ।। আইপিএল স্পট ফিক্সিং প্রকাশ্যে আসার ২০ মাস পর মুখ খুললেন ভারত ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিনি তীব্র ব্যাঙ্গের সাথে ব্যাপরটাকে উড়িয়ে দিয়ে বলেন, “ভারতীয় ক্রিকেটে কিছু হওয়া মানেই আমার নাম জড়িয়ে যাওয়া, এসবের সাথে অভ্যস্ত হয়ে পড়েছি।”
ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আইপিএল কেলেংকারি সংক্রান্ত প্রশ্ন উঠে আসলে বরং ব্যাট চালান সপাটে। তিনি বলেন, “একটা ব্যাপার খেয়াল করেছি মামলায় যাই হোক না কেন; ভারতীয় ক্রিকেট নিয়ে কিছু হলেই আমার নাম উঠে পড়ে।

এখন কিছুটা থিতিয়েছে, এবার হয়তো নতুন কিছু নিয়ে নাম উঠবে। নাম উঠতেই থাকছে। আমি অভ্যস্তও হয়ে পড়েছি এসবের সাথে।”
রবিবার যে তিনি মুখ খুলবেন বলে এসছিলেন তা স্পষ্ট। প্রেস মিটে সাথে নিয়ে এসেছিলেন ম্যানেজার বিশ্বরুপ দে’কে। একসাথে আসার সময় বিশ্বরুপকে বলেছিলেন, আজ যদি আইপিএল নিয়ে কোন প্রশ্ন আসে তাহলে আমি কথা বলব।
ম্যানেজারকে অবশ্য এর কারণও জানিয়েছিলেন তিনি। ধোনির ভাষ্য, বিশ্বকাপের আগে তিনি ব্যাপারটা খোলাসা করতে চান।
ধোনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এও জানিয়েছেন যে, তিনি বিশ্বকাপের পর অবসরে যাচ্ছেন না।

অবসর নিয়ে গুজব চড়ানোর থেকেও ধোনির যে কথাগুলো নিয়ে বেশি হইচই শুরু হয়েছে, সেটা আইপিএল কেলেঙ্কারি প্রসঙ্গ। চেন্নাই সুপার কিংসের গুরুনাথ মাইয়াপন্নের নাম ব্যাটিংয়ের সাথে জড়িয়ে যাওয়ার পর থেকেই ধোনির নাম উঠতে শুরু করে বিভিন্ন সময়ে।
মুকুল মুদগুল যে ১৩ জন ক্রিকেটারের নাম গোপন খামবন্দি করে তার স্পট ফিক্সিং সংক্রান্ত রিপোর্টে পেশ করেছেন, জল্পনা শুরু হয়েছিল সেই ১৩ জনের মধ্যে ধোনির নাম থাকা নিয়ে। আইপিএলের স্পট ফিক্সিং সামনে আসার পর থেকেই কাটাছেড়ার শুরু মায়াপন্নের সাথে ধোনির ঘনিষ্ঠতা ঠিক কত’টা।
ব্যাটিং এর দায়ে ধরা পড়া বিন্দু দারা সিংয়ের সাথে ধোনির ছবি থাকা নিয়েও চলছিল গুজব। এতদিন পর তার পালটা জবাব দিলেন ধোনি।
সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামার আগে ধোনি আর ক্যাপ্টেন কুল নন, বরং বেশ খানিকটা হট। যদিও প্রেস মিট শেষে চলে যাবার সময় ম্যানেজারের সাথে রসিকতা করে বলেন, যা বলেছি, সব ঠিকঠাক মত বলেছি তো।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*