জাতীয় ডেস্ক ।। কার্শিয়াংয়ের কাছে তিনধারিয়ায় দুর্ঘটনার মুখে পড়ল টয় ট্রেন। আতঙ্কে ট্রেন থেকে ঝাঁপ দেওয়ায় মৃত্যু হয়েছে এক মহিলার।
আজ বাঁক নেওয়ার সময় তিনধারিয়ার কাছে ব্রেক ফেল করে টয় ট্রেনের। এরপরেই ট্রেনের গতি আরও বেড়ে যায়। আতঙ্কে বাচ্চাকে নিয়ে ট্রেন থেকে ঝাঁপ দেন মহিলাযাত্রী।
ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে ওই মহিলার। মৃতের নাম মলি পাল। তিনি বেলেঘাটার বাসিন্দা। তবে অল্পের জন্য রক্ষা পেয়ে যায় তাঁর শিশুসন্তান। ব্রেক ফেল করার পর আতঙ্কে ট্রেন থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন ট্রেনের চালকও।