নৈশভোজে ওবামা-মোদির মজার আড্ডা

dnrনয়াদিল্লি, ২৬ জানুয়ারী ।। দিনভর কূটনীতি নিয়ে চলেছে তাদের মধ্যে নানা কথা। কিন্তু সন্ধেটা একটু অন্যরকম ভাবেই চাচ্ছিলেন বারাক ওবামা আর নরেন্দ্র মোদি। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের রাইসিনা হিলসে ওবামার সম্মানে আয়োজিত ভোজসভায় এ কথাই যেন বারবার বোঝাতে চাইছিলেন আমন্ত্রিত অতিথিরা।

গুরুগম্ভীর জমায়েতে হাসির প্রথম গুঞ্জন ওঠান ওবামা। অকপটে বলে ফেললেন, আজ ভেবেছিলাম মোদি-কুর্তা পরব। বললেন তিনি, তার দেশে কোনো এক পত্রিকায় একবার হেডলাইন বেরিয়েছিল, মিশেল ওবামাকে বাদ দিয়ে এ মুহূর্তে নতুন ফ্যাশন আইকন কে?

এ কথা বলতে গিয়েই মোদি-কুর্তার অবতারণা। শুনে স্বয়ং মোদির মুখেও দেখা দিল লাজুক হাসি। টেবিলের উল্টোদিকে তখন মুচকি হাসছেন সোনিয়া গান্ধী। কাজপাগল মোদির কথা বলতে গিয়ে ওবামা জানান, উনি কীভাবে দিনরাত কাজ করেন, সেটা শুনেছিলাম। কিন্তু আজ শুনলাম, গতরাতে মাত্র তিন ঘণ্টা ঘুমিয়েছেন প্রধানমন্ত্রী। একটু খারাপ লাগল। আমি যে ঘণ্টাপাঁচেক দিব্যি ঘুমিয়েছি।

পানপাত্র তুলে ধরে নৈশভোজের টোস্ট করে মার্কিন প্রেসিডেন্ট বললেন, ভারত ও আমেরিকার বন্ধুত্ব দীর্ঘজীবী হোক। অতিথি-তালিকায় চোখ বোলালে চাঁদের হাট কথাটাও ফিকে শোনাবে। একদিকে সস্ত্রীক উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালাম, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন, সোনিয়া গান্ধী, লালকৃষ্ণ আডবাণী।

অন্যদিকে রাজনাথ সিংহ, সুষমা স্বরাজ, অরুণ জেটলি, স্মৃতি ইরানিসহ একঝাঁক কেন্দ্রীয় মন্ত্রী। ছিলেন মুকেশ আম্বানী, অনিল আম্বানী, রতন টাটা, সাইরাস মিস্ত্রি, গৌতম আদানির মতো প্রথম সারির শিল্পপতিরা। সব মিলিয়ে প্রায় আড়াইশো জন বাছাই করা অতিথি।

সাউথ হলে রাষ্ট্রপতি প্রণবের সঙ্গে বৈঠকের পর একে একে অতিথিদের সঙ্গে পরিচিত হচ্ছিলেন ওবামা দম্পতি। সেই সময়েই আর এক গভীর মুহূর্ত তৈরি হল, যখন ওবামার সামনে এলেন মনমোহন। প্রাক্তন প্রধানমন্ত্রীকে দূর থেকে দেখে হাতটা বাড়িয়েই রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। মনমোহন সামনে আসতেই উচ্ছ্বসিত করমর্দন।

দীর্ঘক্ষণ তার হাত ধরে কথা বললেন ওবামা। মনমোহনের স্ত্রী গুরশরণ কৌরকে জড়িয়ে চুমু খেলেন মিশেল। অতীতের আর এক স্মৃতিও তুলে আনলেন ওবামা। নভেম্বর, ২০১০ সে বার এয়ার ফোর্স ওয়ান নেমেছিল মুম্বাইয়ে। ওবামার কথায়, ভারতের আতিথেয়তায় আমি মুগ্ধ। তবে এ জন্যও ধন্যবাদ জানাচ্ছি যে, এবার আর আমাকে নাচতে হলো না।

আগের বার যখন এসেছিলেন, তখন ছিল দীপাবলী। মুম্বাইয়ের শিশুদের এক অনুষ্ঠানে নাচতে হয়েছিল ওবামা দম্পতিকে। সহাস্য প্রেসিডেন্ট যোগ করলেন, পরের দিন একটা ভারতীয় পত্রিকা লিখল, প্রেসিডেন্ট ওবামা এলেন। আর একটা কাগজ লিখল, মিশেল রকস ইন্ডিয়া।

ওবামার সম্মানে গতকাল ভারতের রাষ্ট্রপতি ভবনে ছোট্ট একটি অনুষ্ঠানও হয়েছে। সেনাবাহিনীর ব্যান্ডে বেজেছে বাংলা ও হিন্দি গানের সুর, ওবামার প্রচারে বহু ব্যবহৃত গান ইয়েস উই ক্যান। তবে নৈশভোজের শেষে মুখে মুখে ফিরল একটাই কথা। রোবার ভারতের রাষ্ট্রপতি ভবনে পৌছে ভারতীয় ভঙ্গিতে নমস্তে জানান ওবামা।

মোদি-ওবামার সাক্ষাতের পরে রোববার তেমনটাই জানা গেছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটারের সৌজন্যে। রাষ্ট্রপতি ভবনে প্রেসিডেন্ট ওবামা পৌঁছনোর আগেই মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিল টুইটারে জানায়, প্রেসিডেন্ট প্রজাতন্ত্র দিবস উদযাপন করতে আবার ভারতে এসে খুশি। ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা হবে। জয় হিন্দ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*