আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর || ছাত্রনেতা সম্রাট রায়ের নেতৃত্বে প্রদেশ এন এস ইউ আই’র এক প্রতিনিধি দল রাজ্যের শিক্ষা অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের দাবি ছিল যে, অনতিবিলম্বে ৮০ নম্বরের মধ্যে পরীক্ষা হওয়ার ফরমান প্রত্যাহার করতে হবে, পাশাপাশি ত্রিপুরা শিক্ষা দপ্তর পরিচালিত পরীক্ষা সমূহ পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী ৪০ নম্বরের মধ্যে পরীক্ষা গ্ৰহণেরঅ দাবি জানান তারা। শিক্ষা দপ্তর এই সিদ্ধান্ত না নিলে এন এস ইউ রাজ্য সভাপতি সম্রাট রায় রাজ্য ব্যপি বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে এদিনের ডেপুটেশনে হুশিয়ারি দেন তিনি।