সাগর দেব, তেলিয়ামুড়া, ১৮ নভেম্বর || আসন্ন পুর পরিষদ নির্বাচনে বিজেপি দলের মনোনীত প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। তেলিয়ামুড়া পুর পরিষদের ৩নং আসনের বিজেপি দলের মনোনীত প্রার্থী বরুণা ঋষি দাস, ৪নং আসনের প্রার্থী মালাশ্রী সাহা পাল, ৫নং আসনের বিজেপি দলের মনোনীত প্রার্থী বিমল রক্ষিত, ৬নং আসনের বিজেপি দলের মনোনীত প্রার্থী বাবলি মজুমদার রায় এবং ৭নং আসনের বিজেপি দলের মনোনীত প্রার্থী রূপক সরকারের সমর্থনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় স্থানীয় দশমীঘাট স্থিত ভগৎ সিং মিনি স্টেডিয়ামে। বুধবার এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি মানিক সাহা, রাজ্য সম্পাদক টিংকু রায়, তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায়, কল্যাণপুর প্রমোদনগর কেন্দ্রের বিধায়ক তথা বিজেপি খোয়াই জেলা সভাপতি পিনাকী দাস চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা।
এদিন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী রায় জনসভায় ভাষণ দিতে গিয়ে বিগত বাম সরকারের তীব্র সমালোচনা করেন এবং প্রতিটি ওয়ার্ড-এ বিজেপি পার্থীদের বিপুল ভোটে নির্বাচিত করার আহ্বান রাখেন।
প্রধান বক্তার ভাসনে বিজেপি রাজ্য সভাপতি মানিক সাহা বলেন, মানুষের উন্নয়নে হচ্ছে এই সরকারের মূল লক্ষ্য। রাজ্যের সার্বিক উন্নয়নে কাজ করছে সরকার।