আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর ||
রাজ্য শিক্ষা দপ্তরের একটি সিদ্ধান্তকে ঘিরে সারা রাজ্যের শিক্ষক ছাত্র মহলে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। প্রসঙ্গত, রাজ্যে মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত নবম ও একাদশ শ্রেণীর পরীক্ষা গুলি সিলেবাস কমিয়ে ৪০ নম্বরের মধ্যে পরীক্ষা গ্ৰহণ করার কথা বলেছিলেন খোদ পর্ষদ কর্তৃপক্ষ। কিন্তু যখন শিক্ষার্থীরা ৪০ নম্বরের পরীক্ষার প্রস্তুতি করছিল ঠিক তখনই পর্ষদ ঘোষণা করে যে পরীক্ষা ৮০ নম্বরের মধ্যে হবে। শেষ সময়ে হঠাৎ করে এই অনাবশ্যক সিদ্ধান্তের ফলে সারা রাজ্যের ছাত্র অভিবাবক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এই প্রসঙ্গকে হাতিয়ার করে মাঠে নামলেন
কংগ্রেসের ছাত্র সংগঠন এন এস ইউ আই’র সদ্য নির্বাচিত সভাপতি সম্রাট রায়। আওয়াজ উঠে “We want justice”। কিন্তু আন্দোলনরত ছাত্রছাত্রী সহ সম্রাট রায়কে শুক্রবার পোষ্ট অফিস চৌমুহনীতে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়। তিনি পুলিশ মন্ত্রী তথা মূখ্যমন্ত্রীকে মহম্মদ বিন তুগলকের সঙ্গে তুলনা করে রাজ্যের তুগলকি শাসন কায়েম রয়েছে বলে সরকারের বিরুদ্ধে তোপ দাগেন। সম্রাট রায় স্পষ্ট বলেন, সরকার যদি এই সিদ্ধান্ত অনতিবিলম্বে প্রত্যাহার না করে এবং ৮০ নাম্বারের বদলে ৪০ নাম্বারের মধ্যে পরীক্ষা গ্ৰহণ না করায় তাহলে সারা রাজ্যে হাজার হাজার ছাত্র নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।