দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২৬ জানুয়ারী ।। দেশের ৬৬তম প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানটি উদযাপিত হয় দিল্লীতে। ভারতের বৈচিত্রময় সংস্কৃতির পাশাপাশি তুলে ধরা হয়েছে সামরিক শক্তি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা।
গোটা দেশের সঙ্গে ত্রিপুরাতেও পালিত হয় যথাযোগ্য মর্যাদায় ৬৬তম প্রজাতন্ত্র দিবস। রাজ্যে সাধারণতন্ত্র দিবসের মূল অনুষ্ঠান আয়োজিত হয় আগরতলার আসাম রাইফেল ময়দানে, এখানে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার। কুচকাওয়াজে অভিবাদন গ্রহন করেন মূখ্যমন্ত্রী, নিরাপত্তা বাহিনীর সমূহের সুদৃশ্য প্যারেডের সেলামী গ্রহন করেন মূখ্যমন্ত্রী। ভাষন দিতে গিয়ে রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার বিভিন্ন ইস্যুতে কেন্দ্রের সমালোচনা করেন। সংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা, তুলে ধরা হয় বৈচিত্রের মধ্যে ঐক্যের প্রতিছবি। রাজ্য তথা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর আধিকারিকরা উপস্থিত ছিলেন। সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান চাক্ষুষ করতে আসাম রাইফেল ময়দানে হাজির ছিলেন প্রচুর দেশপ্রেমী মানুষ।