মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্যদিয়ে মুড়াসিং হদা হুকম তের-২০২১ মেলা অনুষ্ঠিত

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২১ নভেম্বর || শান্তির বাজার মহকুমার মুড়াসিং পাড়ায় ঐতিহ্যবাহী রাস মেলাকে কেন্দ্র করে অন্যান্যবছরের ন্যায় এবছরও মেলার আয়োজন কর হয়। শুক্রবার রাত্রি আনুমানিক ৮টা ৩০মিনিট নাগাদ প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে মেলার শুভ উদ্ভোধন করেন টি টি এডিসির চিফ এক্সিউটিভ মেম্বার পূর্নচন্দ্র জমাতিয়া। উদ্ভোধকের পাশাপাশি উপস্থিত ছিলেন ৩৬-শান্তিরবাজার বিধানসভার বিধায়ক প্রমোদ রিয়াং, এম ডি সি দেবজিৎ ত্রিপুরা, রাম গোপাল মুড়াসিং, অশ্বীনি কুমার মুড়াসিং, সুনিল মুড়াসিং সহ অন্যান্যরা। অনুষ্ঠানে মেলা নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা করলেন অনুষ্ঠানে উপস্থিত বক্তারা। বক্তাদের বক্তব্য শেষে মেলায় দেওয়া সরকারি স্টলগুলি শুভ উদ্বোধন করা হয়। পরবর্তী সময় অনুষ্ঠান মঞ্চে বিভিন্নপ্রকারের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠীত করা হয়। মেলায় আগত দর্শনার্থীরা শ্রদ্ধার শহিত হরিচাঁদ গোস্বামীর মন্দিরে পূজা দেন। মুড়াসিং পাড়ায় আয়োজিত মেলায় ব্যাপকহারে লোকসমাগম ঘটে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*