আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর || রবিবার বনমালীপুর বিধানসভার অন্তর্গত পূর্বাসার পাশে অবস্থিত নজরুল কলক্ষেত্রে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে কর্মচারী ও পেনশনার নিয়ে বিবেকানন্দ বিচার মঞ্চের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন আগরতলায় নজরুল কলাক্ষেত্রে বিবেকানন্দ বিচার মঞ্চ দ্বারা আয়োজিত বনমালীপুরের পেনশনারদের সঙ্গে একটি সভায় অংশ নেন তিনি। সরকারের বিভিন্ন কর্মসূচি ও সরকারি কর্মচারীদের সার্বিক বিকাশে সরকারের ভাবমূর্তি নিয়ে বিশেষ সদর্থক আলোচনা হয় এই সভায়।