আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর || আগরতলাস্থিত এম বি বি বিমানবন্দরে কালো রঙ্গের পরিত্যক্ত একটি ব্যাগ দেখে বোমতঙ্ক। ঘটনায় আতংক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। ঘটনাস্থলে বোম স্কোয়াডের আধিকারিকরা উপস্থিত হয়। বিমানবন্দরে আঁটোসাটো নিরাপত্তার মধ্যেও কে বা কারা কি কারনেই এই ব্যাগ রেখে যায় তা খতিয়ে দেখছে পুলিশ।