বিলোনীয়া ৩৫-মন্ডল যুব মোর্চার উদ্যোগে বাইক র‍্যালি অনুষ্ঠিত

আপডেট প্রতিনিধি, বিলোনীয়া, ২৩ নভেম্বর || আসন্ন পৌর পরিষদের নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার লক্ষ্য নিয়ে এক বাইক র‍্যালি অনুষ্ঠিত হয়। সোমবার বেলা ১২টা নাগাদ বিলোনীয়া ৩৫-মন্ডল যুব মোর্চার উদ্যোগে বিলোনিয়া ৩৫-মন্ডল কার্য্যালয় থেকে শুরু হয় এই বাইক র‍্যালি। বিলোনিয়া পৌর পরিষদের নির্বাচনে ১৭টি ওয়ার্ডের বিজেপি দলের মনোনীত প্রার্থীদের জয়ী করার আহ্বান জানানোর পাশাপাশি বাইক র‍্যালিটি বিলোনীয়া মন্ডল কার্য্যালয় থেকে শুরু করে নেতাজী পল্লী এলাকা হয়ে কলেজ স্কোয়ার, সাড়াসীমা, বিকেআই কর্নার, পুরাতন মোটর স্ট্যান্ড, ১নং টিলা, বিদ্যাপিঠ কর্নার, আর্য কলোনি হয়ে শেষ হয় মন্ডল কার্যালয়ের সামনে। র‍্যালি‌ শুরু হওয়ার আগে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের এক সাক্ষাৎকারে বিলোনীয়া ৩৫-মন্ডল সভাপতি গৌতম সরকার বলেন, সুসজ্জিত বাইক র‍্যালি ১৭টি ওয়ার্ড এলাকায় ঘুরবে এবং জনগনের কাছে বার্তা দেব আমরা শান্তির পক্ষে, আমরা শান্তি চাই। এখন পর্যন্ত বিলোনীয়াতে কোন ঘটনা ঘটেনি, আমি সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে আবেদন রাখব কোন ধরনের উস্কানি মূলক বক্তব্য না রাখে উস্কানি মূলক কোন কাজ যাতে না করে। আমরা শান্তির বার্তা এবং গনতন্ত্রের মধ্যে দিয়ে ২৫শে নভেম্বর মানুষের হ্রিদয়ের ভোট আমরা আশা রাখি বিলোনীয়া পৌর পরিষদের গণদেবতারা আমাদের ভারতীয় জনতা পার্টি প্রার্থীদের পাঁচ বছরের জন্য চুনবেন। বিপুল ভোটে পদ্মফুল চিহ্নে ভোট দেবেন এটা আমাদের আশা, এ আশা নিয়েই আমরা আজকে এ বাইক রালি করছি, বলে জানান তিনি। এছাড়া এদিনের বাইক র‍্যালিতে ছিলেন ৩৫-বিলোনীয়া বিধানসভার বিধায়ক অরুন চন্দ্র ভৌমিক, বিলোনীয়া যুব মোর্চার সভাপতি রাহুল চৌধুরী, ৩৫-মন্ডলের সাধারন সম্পাদক বিজন মজুমদার সহ বিজেপি দলের বিভিন্ন গনসংগঠনের কার্যকর্তারা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*