স্পোর্টস ডেস্ক ।। বিশ্বকাপ আসরের আগেই ক্রিকেটে এ কি শুরু হলো? এক মাস আগে বলের আঘাতে পৃথিবী থেকে চলে যান অস্ট্রেলিয়ার ক্রিকেটার ফিলিপ হিউজ। এবার বলের আঘাতে পাকিস্তানি ক্রিকেটারের করুণ মৃত্যু
ফের ক্রিকেট মাঠে এল হৃদয়বিদারক দৃশ্য। কানের নিচে বল লেগে অস্ট্রেলিয়ার প্রতিশ্রুতিমান তরুণ ক্রিকেটার ফিল হিউজের মর্মান্তিক মৃত্যুর কয়েক মাসের মাথায় এবার পাকিস্তানে বুকে বলের আঘাত লেগে মারা গেলেন ১৮ বছরের ক্রিকেটার জিশান মহম্মদ।
করাচির ওরাঙ্গি শহরে ক্লাব ম্যাচে ব্যাট করার সময় আচমকা তার বুকে আঘাত করে একটি বল। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি।
ওরাঙ্গি টাউনের জেনারেল হাসপাতালের ডাক্তাররা জানিয়েছেন, বুকে বলের ধাক্কায় হৃদযন্ত্র স্তব্ধ হয়ে যায়। হাসপাতালের চিকিত্সক ডাঃ সামাদ বলেছেন, জিশানকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
তবে আনার সঙ্গে সঙ্গে তাকে মৃত ঘোষণা করা হয়। আমাদের বলা হয়েছিল, ব্যাটিংয়ের সময় এক ফাস্ট বোলারের একটি বল জিশানের বুকে আঘাত করতেই ও ক্রিজে লুটিয়ে পড়ে।
পেসার সিন অ্যাবটের শর্ট পিচ বলে শেফিল্ড শিল্ডের ম্যাচে মাথার পিছনে আঘাত লেগে হাসপাতালে কয়েক ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়তে পেরেছিল হিউজেস। কিন্তু সেই সুযোগই পাননি জিশান।
স্থানীয় থানার এক অফিসার জানিয়েছেন, মৃত ক্রিকেটারের বাবা-মা কোনও মামলা দায়ের করেননি। তারা এ ক্ষেত্রে বিস্ময়কর আচরণ করেছেন। এ জন্য বোলারকে তারা দায়ী করেন নি। এটাকে দুর্ঘটনা বলে মেনে নিয়েছেন জিশানের পরিবার।
জানা গেছে, এরই মধ্যে জানাজা শেষে তার দাফন সম্প্ন্ন হয়েছে।