সাগর দেব, তেলিয়ামুড়া, ২৫ নভেম্বর || উৎসবের মেজাজে হলো গোটা ত্রিপুরা রাজ্যে পুর ভোট নির্বাচন-২০২১। উল্লেখ্য, রাজ্য নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিশাল নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে সুষ্ঠু ও অবাধ ভাবে চলছে তেলিয়ামুড়া পৌর পরিষদের অধীন ১৫টি ওয়ার্ডের মধ্যে ভোট গ্রহণ প্রক্রিয়া। ভোটার আই ডি কার্ড হাতে উৎসবের মেজাজে চলছে গণ-দেবতার রায় প্রদান। যদিও এখনো পর্যন্ত তেলিয়ামুড়ার পুর এলাকায় ২৫ শতাংশের উপর ভোট পড়েছে, এমনটাই জানিয়েছেন এক প্রিসাইডিং অফিসার।
এইদিকে তেলিয়ামুড়া পুর পরিষদের অধীন বিজেপি, তৃণমূল কংগ্রেস, সিপিআই(এম), আমরা বাঙালি রাজনৈতিক দল গুলোর তরফ থেকেও পুর এলাকায় রয়েছে দলীয় প্রার্থী ও কার্যকর্তাদের উপস্থিতি। এই পুর ভোটকে কেন্দ্র করে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে গোটা তেলিয়ামুড়া শহর জুড়ে মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া কর্তৃক মোতায়েন রয়েছে বিশাল পুলিশ ও আধা সামরিক বাহিনী।