আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর || আরক্ষা প্রশাসনের বিরুদ্ধে বিরোধীদের বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলেন এস ডি পি ও রমেশ যাদব।
ভোট রেগিং এর অভিযোগ করেন বিরোধী দল সি পি আই (এম) এবং তৃণমূল কংগ্রেস। ফলে এদিন পূননির্বাচন করার দাবিতে আগরতলার পশ্চিম থানা ঘেড়াও করে সিপিআই(এম)। বৃহস্পতিবার রাজ্যে ভোট নিয়ে একাধিক অভিযোগ করেন সিপিআই(এম) রাজ্য নেতৃত্বরা।
এদিন রাজধানীর ইন্দ্রনগর উচ্চবিদ্যালয়ে ভোট গ্রহণে ঝামেলা বাধে। অনেক ভোটারদের নাকি ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তৃণমূল প্রার্থী পান্না দেব। পাল্টা অভিযোগ করে শাসকদল বিজেপি।
জানা যায়, এদিন আগরতলা পুর নিগমের ৫ নম্বর ওয়ার্ডের পোলিং এজেন্টেদের ঢুকতে বাঁধা দেওয়া এবং মারধর করার অভিযোগ দুস্কৃতিকারিদের বিরুদ্ধে।
যদিও শাসকদল বিজেপি আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিরোধীদের এই অভিযোগ খন্ডন করা হয়। বিরোধীদের বিরুদ্ধে এদিন পাল্টা অভিযোগ করে শাসকদল বিজেপি।