আমেরিকার স্বপ্নদ্রষ্টা এবার নিলামে

amআন্তর্জাতিক ডেস্ক ।। আব্রাহাম লিঙ্কনকে বলা হয় আধুনিক আমেরিকার স্বপ্নদ্রষ্টা। নানা সময়ে তার ব্যক্তিগত ব্যবহারের জিনিসপত্র নিলামে ৮,০০,০০০ ডলারেও বেশি মূল্যে বিক্রি হয়েছে। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের ১৬তম এ প্রেসিডেন্টের একগোছা চুল বিক্রি হয়েছে ২৫,০০০ ডলারে।
১৮৬৫ সালে মি. লিঙ্কন আততায়ীর গুলিতে নিহত হওয়ার পর সার্জন জেনারেল জোসেফ বার্নস এ চুলের নমুনা সংগ্রহ করে রাখেন। কিন্তু যে চিঠিতে আব্রাহাম লিঙ্কন স্বীকার করেছেন যে আমেরিকান গৃহযুদ্ধের গতিপ্রকৃতি তার সুবিধামত পথে যাচ্ছে না নিলামে সেটি বিক্রি হয়নি।

নিলামে লিঙ্কনের ঘাতক জন উইকেস বুথের সই করা একটি চিঠির দাম উঠেছে ৩০,০০০ ডলার। তার গ্রেপ্তারের হুলিয়ার দলিলটি বিক্রি হয়েছে ২১,২৫০ ডলারে।
টেক্সারের এক আর্ট গ্যলারি মালিক ডনাল্ড ডাউ আব্রাহাম লিঙ্কনের ৩০০টি ব্যক্তিগত ব্যবহার্য জিনিসপত্রের সংগ্রহের কাজ শুরু করেন ১৯৬৩ সালে। পাঁচ বছর আগে তিনি মারা যান।
তার ছেলে গ্রেগ বলছেন, তার বাবার আগ্রহ মূলত আমেরিকান গৃহযুদ্ধ হলেও পরের দিকে তিনি আব্রাহাম লিঙ্কনের জীবন ও তার খুনের ঘটনার সাথে সম্পর্কিত জিনিসপত্র জোগাড় করা শুরু করেন। ডালাসভিত্তিক নিলাম প্রতিষ্ঠান এরিক ব্র্যাডলি বলছেন, যে পরিমাণ অর্থ উঠবে বলে আশা করা হয়েছিল তার দ্বিগুণ ৮,০৩,৮৮৯ ডলার উঠে এসেছে এ নিলামে। সূত্র : বিবিসি বাংলা

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*