জাতীয় ডেস্ক ।। দেখে মনে হচ্ছে একটা সাধারণ গলাবন্ধ কালো স্যুট। কিন্তু, আসলে সাদা চোখে যা দেখা যাচ্ছে সেটা সত্যি নয়। সত্যিটা হল স্যুটের প্রত্যেকটা স্ট্রাইপে সুতো দিয়ে সেলাই করে লেখা আছে NARENDRA DAMODARDAS MODI. মার্কিন প্রেসিডেন্টের আগমন উপলক্ষে এটাই ছিল মোদীর নতুন ফ্যাশন।
এয়ারপোর্টে অভ্যর্থনা জানানোর পরই সেই পোশাক পাল্টে যে স্যুট মোদী পরেছিলেন সেটাতেই ছিল এই অভিনব ফ্যাশন। এই জামা পরেই হায়দরাবাদ হাউসে হল ‘চায়ে পে চর্চা’। আমেদাবাদের সংস্থা ‘জেড ব্লু’ এই স্যুট তৈরি করেছেন। এই সংস্থাই মোদীর সব পোশাক বানিয়ে থাকে। ‘মোদী ব্র্যান্ড’-এর কপিরাইট এই সংস্থারই আছে। মোদী কুর্তা পরার চল আপাতত দেশ জুড়ে। এবার কি তাহলে নাম লেখা স্যুটই বাজার কাঁপাবে ফ্যাশন দুনিয়ায়?