আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ ডিসেম্বর || রাজধানীর আই জি এম হাসপাতালে এসি’র তামার তার চুরি করতে এসে হাতেনাতে আটক হয় এক চোর। ঘটনা বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ। এই চোরকে আটক করে হাসপাতালে থাকা সিকিউরিটি গার্ডরা। পরে উত্তমমধ্যম দিয়ে চোরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।