আপডেট প্রতিনিধি, বিলোনিয়া, ০৩ ডিসেম্বর || স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে জাতীয় স্বাস্থ্য মিশণের অধীনে সারা রাজ্যের সাথে তাল মিলিয়ে সপ্তাহব্যাপী সচেতনতামূলক কর্মসূচি হিসেবে দক্ষিণ জেলার বিলোনিয়া মহাকুমা হাসপাতালে বৃহস্পতিবার সকালে উঠে রাষ্ট্রীয় বল স্বাস্থ্য কার্যক্রমের অন্তর্গত জন্মসূত্রে বিকৃত চরনযুক্ত- তথা এক বিশেষ ক্লাব ফুট প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ক্লাব ফুট ইনচার্জ ডক্টর সৌরভ দাস, ওপিডি ইনচার্জ ডক্টর উত্তম দাস, আর বি এস কে’র মেডিকেল অফিসার ডক্টর সুমন দাস সহ অন্যান্য দায়িত্বরত স্বাস্থ্যকর্মীরা। জন্মলগ্ন থেকে বাঁকা পায়ের রোগের কারণে শিবিরের আয়োজন করা হয়। বর্তমানে বিলোনিয়া মহাকুমা হাসপাতালে এরূপ সুব্যবস্থাকে সাধুবাদ জানিয়েছেন শিবিরে উপস্থিত ক্লাব ফুটে আক্রান্ত শিশুদের অভিভাবকরা।