আন্তর্জাতিক ডেস্ক ।। সেলফি তোলা ইসলাম সমর্থন করে না। এটি এক ধরনের পাপাচার। এমনই মন্তব্য ইন্দোনেশিয়ার মুসলিম পণ্ডিত ফেলিক্সের। নারীদের সেলফি তোলা নিয়েই তিনি বিশেষভাবে ক্ষোভ প্রকাশ করেছেন।
তিনি বলেন, যে নারীরা সেলফি তোলেন তারা নির্লজ্জ। মুসলিম এ পণ্ডিতের পুরো নাম সিয়াও। তিনি ইন্দোনেশিয়ায় খুবই বিখ্যাত এবং মুসলিম সমাজের কাছে সমাদৃত। নিজের মন্তব্য প্রকাশ করে টুইটারে বেশ কয়েকটি টুইট করেন তিনি। টুইটারে তার লক্ষাধিক ফলোয়ার আছে।
এক টুইটে তিনি লিখেছেন, ইদানিং দেখা যাচ্ছে নারীরা নির্লজ্জের মতো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সেলফি পোস্ট করছে। অনেক নারীরা আকার চারদিকে পুরুষ পরিবেষ্টিত হয়ে সেলফি তুলছে। তাহলে নারীদের পবিত্রতা কিভাবে থাকে?
আরেক টুইটে তিনি লিখেছেন, সেলফি সোশ্যাল মিডিয়ার দৃষ্টিভঙ্গিই পরিবর্তন করে দিয়েছে। তারা এত জাঁকজমকপূর্ণভাবে সেলফি তোলে যে এটা মানুষকে ভিন্নভাবে ভাবতে বাধ্য করে এবং খারাপ কাজে উৎসাহিত করে।
তার এ জাতীয় মন্তব্যের পর নানা রকম আলোচনা-সমালোচনার ঝড় বইছে টুইটারে। অনেকেই তার মন্তব্যকে উপহাস এবং ধিক্কার জানিয়ে সেলফি পোস্ট করেছে।
অনেক নারী চারদিকে পুরুষ পরিবেষ্টিত হয়ে, অনেকে গাধার সাথে এমনকি ঘোড়ার সাথে সেলফি তুলেও টুইট করেছে।